মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ; তুলকালাম ব্রাহ্মণবেড়িয়া, আহত ৪০

লাঠিচার্জ করেও পরিস্থিতি আয়ত্বে না আসায় পুলিস কাঁদানে গ্যাস ও রবার বুলেট চার্জ করতে বাধ্য হয়

Updated By: Jun 7, 2019, 04:26 PM IST
মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ; তুলকালাম ব্রাহ্মণবেড়িয়া, আহত ৪০

নিজস্ব প্রতিবেদন: অশান্তির কারণ শুনলে তাজ্জব হয়ে যেতে হয়। মাংসে হাড় বেশি। তুলকালাম বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কুট্টাপাড়া। কাঁদনে গ্যাসের সেল ফাটিয়ে, রবার বুলেট চার্জ করে সংঘর্ষে জড়িয়ে পড়া জনতাকে ছত্রভঙ্গ করতে হল পুলিসকে।

আরও পড়ুন-২০০৮ সালে মালেগাঁওয়ে বিস্ফোরণের কথা জানিই না, আদালতে বললেন প্রজ্ঞা

শুক্রবার ব্রাহ্মণবেড়িয়ার কুট্টাপাড়া গ্রামে এক ব্যক্তি খাংটহাতা বিশ্বরোড মোড়ে গোমাংস কিনতে যান। আর সেখানেই গন্ডগোল। মাংস হাড় বেশি থাকায় ক্রেতা ও দোকানদারের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়।

বচসার পর তখনকার মতো বিষয়টি থেমে যায়। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে ক্রেতা তার গ্রামের লোকজন জোগাড় করে মাংসের দোকানে হাজির হন। পাল্টা লোক জড়ো করেন দোকানদারও। শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ।

আরও পড়ুন-পড়শি যুবকের সঙ্গে প্রেম! রেজিস্ট্রির আগে যুবতীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে সরাইল থানার পুলিস। লাঠিচার্জ করেও পরিস্থিতি আয়ত্বে না আসায় পুলিস কাঁদানে গ্যাস ও রবার বুলেট চার্জ করতে বাধ্য হয়। দুপক্ষের মারামারিতে আহত হন ৪০ জন। টানা ১ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। গন্ডগোলের জের অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুলিস।

ছবি-প্রতীকী

.