লন্ডনের ফুটপাথে উঠে এল বেপরোয়া গাড়ি, আহত অনেকে

Updated By: Oct 7, 2017, 09:37 PM IST
লন্ডনের ফুটপাথে উঠে এল বেপরোয়া গাড়ি, আহত অনেকে

ওয়েব ডেস্ক: লন্ডনে ফের সন্ত্রাস আতঙ্ক। ফুটপাথে উঠে পড়ল গাড়ি। জখম হয়েছেন বেশ কয়েকজন পথচারী। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের দক্ষিণ কেনিংস্টনের ন্যাচরাল হিস্টরি মিউজিয়ামের সামনে।

অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় সন্ত্রাস যোগ মেলেনি। তদন্ত চলছে। ডাকা হয় লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসকে।

মিউজিয়ামের সামনে ফুটপাথে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় একটি গাড়ি। আহত হন বেশ কয়েকজন পথচারী। মিউজিয়াম কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তারা।

চলতিবছরেই পাঁচটি সন্ত্রাস হামলা হয়েছে লন্ডনে। তার মধ্যে তিনটি ক্ষেত্রেই জঙ্গিরা গাড়ি ব্যবহার করেছে। গত মার্চেই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চালিয়ে চার জনকে হত্যা করেছিল এক জঙ্গি।

আরও পড়ুন,টেমস পাড়ে সন্ত্রাস, ফের জঙ্গি হামলার শিকার লন্ডন

.