উদ্বোধন

হাতে বাকি আর মাত্র ৪ দিন, ২২ জানুয়ারি উদ্বোধন হচ্ছে রামমন্দিরের। কিন্তু জানেন, কেন এই দিন বেছে নেওয়া হয়েছে?

শুক্ল পক্ষের দ্বাদশী

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২২ তারিখ মাঘ মাসের শুক্ল পক্ষের দ্বাদশী।

কর্ম দ্বাদশী

জ্যোতিষ মতে, জানুয়ারি মাসের ২২ তারিখ কর্ম দ্বাদশী।

প্রাণ প্রতিষ্ঠা

কর্ম দ্বাদশী ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার দিন, সেই কারণে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এই দিন খুবই ভালো।

সমুদ্র মন্থন

ধর্ম মতে, এই দিনে কচ্ছপের রুপ ধরে সমুদ্র মন্থনে সাহায্য় করেছিলেন।

বিষ্ণুরই রুপ

যেহেতু ভগবান রাম, ভগবান বিষ্ণুরই আরেকটি রুপ সেহেতু এই দিন বেছে নেওয়া হয়েছে।

উপযুক্ত

জ্যোতিষ মতে, এইদিনে বিভিন্ন ভালো যোগ থাকার কারণে এইদিন প্রাণপ্রতিষ্ঠার জন্য উপযুক্ত।

অযোধ্যার উদ্দেশ্যে

দেশের বিভিন্ন স্থাণ থেকে মানুষ ইতিমধ্যেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিমানবন্দর উদ্বোধন

২০২৩ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার বিমানবন্দর উদ্বোধন করেছেন।

VIEW ALL

Read Next Story