ভ্যালেন্টাইন সপ্তাহ

আজ থেকে শুরু হল ভ্যালেন্টাইন সপ্তাহ। জেনে নিন, কীভাবে জিতবেন প্রিয় মানুষের মন।

রোজ ডে

গাছের গোলাপ তো এইদিন সবাই প্রিয় মানুষকে দেয়, আপনি দিতে পারেন গোলাপ দিয়ে তৈরি খাবার, রোজ ডাম্পলিং বা গোলাপের মতো দেখতে কেক।

প্রপোজ ডে

প্রতি বারের মতো, সামনা সামনি মনের কথা না জানিয়ে, প্রিয়জনকে দিতে পারেন হাতে লেখা চিঠি। সেই চিঠি আপনার সঙ্গী নিজের কাছে রেখে দিতেও পারবে।

চকোলেট ডে

সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে জেনে নিন কীভাবে বাড়িতেই বানাতে পারবেন চটোলেট। তারপর কাজে লাগান সেই বিশেষ দক্ষতাকে।

টেডি ডে

আপনার সঙ্গীর প্রিয় বা মনের মতো জিনিস দিয়েই বানিয়ে ফেলুন একটি ছোট্ট টেডি। একেবারে অন্যরকম টেডি পেয়ে খকুশি হবে আপনার সঙ্গী।

প্রমিজ ডে

একসঙ্গে কাটানো মুহূর্ত গুলির ছবি দিয়ে বানিয়ে ফেলুন একটি ফটো অ্যালবাম, আর তা উপহার দিয়েই প্রতিশ্রুতিবদ্ধ।

হাগ ডে

সোজা গিয়ে তাঁকে জড়িয়ে না ধরে, যেতে পারেন কোনও শর্ট ট্রিপে, সেখানেই একসঙ্গে কিছুটা সময় কাটানোর পর হাগ করুন প্রিয়জনকে।

কিস ডে

প্রিয় মানুষকে এইদিন উপহার করুন ঠোঁটের যত্ন রাখার জিনিস। দিতে পারেন লিপ স্ক্রাব বা লিপ ওয়েল।

ভ্যালেন্টাইনস ডে

আপনারা একসঙ্গে যে কাজ করতে ভালোবাসেন, এইদিন সময় রাখুন তার জন্য। একসঙ্গে সময় কাটানোর থেকে ভালো কিছু হতে পারে না।

VIEW ALL

Read Next Story