প্রোপোজ ডে

ভ্যালেন্টাইনস উইকের দ্বিতীয় দিনটি হল প্রোপোজ ডে। ৮ ফেব্রুয়ারি পালন করা হয় দিনটি।

প্রোপোজ ডে

ভালোবাসার মানুষকে প্রেমের প্রস্তাব জানানোর এই দিন। তবে এই দিনটির পিছনে লুকিয়ে রয়েছে সুন্দর ইতিহাস।

১৫ শতকের ইতিহাস

দিনটির ইতিহাস জানার জন্য যেতে হবে, ১৫ শতকে। মনে করা হয়, ১৪৭৭ সালে অস্ট্রিয়ান ম্যাক্সিমিলিয়ান মেরি অফ বার্গান্ডিকে হিরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

ইতিহাস

এরও অনেক পরে ১৮১৬ সালে ঘটে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। রাজকুমারি শার্লেটের বাগদানের অনুষ্ঠান হয় এই দিনেই।

প্রোপোজ ডে

তারপর থেকেই ৮ ফেব্রুয়ারি পালন করা হয় প্রোপোজ ডে হিসাবে।

প্রোপোজ ডে

১৯ শতক থেকেই ইউরোপ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভ্যালেন্টাইনস সপ্তাহের আগের এই বিশেষ দিন।

প্রোপোজ ডে

বর্তমানে সারা বিশ্ব জুড়েই সমস্ত ভালোবাসার মানুষ এই দিনটি বিশেষভাবে পালন করে থাকে।

প্রোপোজ ডে

অনেকজন আছেন যারা নিজের কাছের মানুষকে ভালোবাসার প্রস্তাব দিতে সক্ষম হতে পারেন না। তারা এই বিশেষ দিনটি বেছে নেন মনের কথা বলার জন্য।

প্রোপোজ ডে

মনের সব দোটানা পেরিয়ে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার অবকাশই হল প্রোপোজ ডে।

VIEW ALL

Read Next Story