‘হাগ ডে’

ভ্যালেন্টাইনস উইকের ষষ্ঠ দিন, ১২ ফেব্রুয়ারি পালন করা হয় ‘হাগ ডে’।

‘হাগ ডে’

নিজের অনুভূতি ভাষায় প্রকাশ না করে শুধুমাত্র প্রিয়জনকে ভালোবাসা দিয়ে আগলে নেওয়ার দিন।

‘হাগ ডে’

'হাগ'-এর অর্থ আলিঙ্গন। এটি ভালোবাসার অন্যতম প্রকাশ মাধ্যম। দুজনের মধ্যে আলিঙ্গনই সম্পর্কে গভীরতার অন্যতম চিহ্ন।

ইতিহাস

'হাগ ডে' কবে থেকে শুরু, তা স্পষ্ট জানা যায়নি।

সাইড 'হাগ'

এই ধরণের 'হাগ' বা আলিঙ্গনে পাশ থেকে ঘাড়ে হাত রেখে জড়িয়ে ধরা। যারা খুব বেশি পরিচিত নয়, তাদের এই 'হাগ' করা যায়।

ব্যাক 'হাগ'

কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যাক 'হাগ' করার রীতি। ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এই আলিঙ্গনে গভীর অনুভূতিকে বোঝায়।

ওয়েস্ট 'হাগ'

ওয়েস্ট 'হাগ' মানে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরা। এটি অন্তরঙ্গ রোমান্টিক আলিঙ্গন।

টেডি বিয়ার 'হাগ'

টেডি বিয়ার 'হাগ' বলতে একেবারে শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরাকে বোঝায়। এই ধরণের আলিঙ্গনে ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। এছাড়াও ভরসা, সুরক্ষারও প্রতীক হল এই আলিঙ্গন।

প্যাটিং 'হাগ'

প্যাটিং 'হাগ'- 'ব্রো' বা 'বন্ধু' আলিঙ্গন নামেও পরিচিত। এটি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্যকে বোঝায়।

পিকপকেট 'হাগ'

পিকপকেট 'হাগ' হল একটি রোমান্টিক আলিঙ্গন। যা সম্পর্কের নিরাপত্তার সঙ্গে একে অপরের প্রতি স্নেহপূর্ণ অনুভূতিকে প্রকাশ করে।

VIEW ALL

Read Next Story