মেয়েকে ১০ গোল, সাদা লেস ব্রালেটে বিচ লুকে উপছে পড়ছে শ্বেতার আবেদন!

সুইমস্যুটে শ্বেতা

ঘুরতে ভালোবাসেন, মাঝে মাঝেই ঘোরার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্বেতা।

সুইমস্যুটে শ্বেতা

এবার শেয়ার করলেন বিচ ভ্যাকেশনের কিছু ছবি। সাদা লেস ব্রালেটে উন্মুক্ত বিভাজিকা, সঙ্গে কালো শর্টস।

সুইমস্যুটে শ্বেতা

পাহাড়কে পিছনে রেখে নীল স্বচ্ছ জলের উপর দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন শ্বেতা।

সুইমস্যুটে শ্বেতা

শ্বেতার এই নতুন ছবি নেটপাড়ায় ভাইরাল। অনেকেই বলছেন, মেয়েকে টেক্কা দিচ্ছেন মা!

শ্বেতার ভ্যাকে লুক

কয়েকদিন আগে শ্বেতা নীল রঙের বিভিন্ন শেডের কম্বিনেশনে ম্যাক্সি ড্রেস পরা ছবি শেয়ার করেন।

শ্বেতার ভ্যাকে লুক

ফ্রন্ট স্লিট সেই ম্যাক্সি ড্রেসের সঙ্গে খোলা চুল, ভক্তদের মন জয় করে নেন শ্বেতা।

শ্বেতার ভ্যাকে লুক

ডিপ V-নেক সাদা কালো কো-অর্ড সেটেও শ্বেতাকে দারুণ লাগছে।

শ্বেতার ভ্যাকে লুক

কো-অর্ড সেটের সামনে থাকা টাই আরও বাড়িয়ে তুলেছে আকর্ষণ।

VIEW ALL

Read Next Story