অবাক ঘটনা

পুনম পান্ডের আকস্মিক মৃত্যুর খবর সারা দেশে শোকের ছায়া নামিয়েছিল।

‘লক আপ’ খ্যাত

তবে শনিবার ‘লক আপ’ খ্যাত মডেল নিজেই জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন।

ঘটনা

বছরের পর বছর ধরে, পান্ডের নামে বিতর্কের নানা ঘটনা সামনে এসেছে, জেনে নিন তারই কিছু ঘটনা।

২০১১

২০১১ সালে পুনম পান্ডে প্রথম সকলের নজরে আসে যখন তিনি বলেন এবার থেকে ভারত বিশ্বকাপ জিতলেই তাঁর জামা খুলে অর্থাৎ নগ্ন ছবি দেখাবেন।

২০১২

২০১২ সালে আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক ভাবে আলোড়ন ফেলেছিলেন।

বাথরুম কাহিনী

একবার, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বাথরুমের স্নান করা এবং নাচার এক ভাইরাল ভিডিয়ো সামনে এসেছিল। পরে এই ভিডিওটি ইউটিউব ব্লক করে দেয়।

২০১৭

২০১৭ সালে পুমন একটি অ্যাপ খোলেন যেখানে বিস্ফোরক বিষয় রাখার কারণে গুগল প্লে স্টোর থেকে ১ ঘণ্টার মধ্যে সেই অ্যাপ সরিয়ে দেয়।

কোভিড ১৯

কোভিড ১৯ চলাকালীন এই মডেল এবং তাঁর স্বামী রাস্তায় বেড়িয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য গ্রেফতার হন।

২০২১

২০২১ সালে পুনম পান্ডে তাঁর স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, যার ফলে তাঁকে গ্রেফতার করা হয়।

VIEW ALL

Read Next Story