কানের মঞ্চে এই প্রথম! এলেন,দেখলেন,জয় করলেন কিয়ারা...

কানস চলচ্চিত্র উৎসব

গত ১৪ মে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব 'কান চলচ্চিত্র উৎসব'।

কিয়ারা আডবাণী

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ দিলেন কিয়ারা আডবাণী।

কান-এ কিয়ারা

কান-এর চলচ্চিত্রে নিজের লুকের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।

ইনস্টাগ্রাম পোস্ট

ক্যাপশনে লেখেন, 'রঁদেভু অ্যাট দ্য রিভিয়েরা'।

আউটফিট

কিয়ারার পরনে ছিল হাই-স্লিট অফ ওয়াইট গাউন। যেটি প্রবাল গুরুং দ্বারা ডিজাইন করা।

কিয়ারা

গাউনের সঙ্গে ম্যাচিং করে অভিনেত্রী পরেছিলেন মুক্তোর কানের দুল।

ভারতের প্রতিনিধি কিয়ারা

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের রাজকীয় ডিনারে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কিয়ারা।

রেড সি ফিল্ম ফাউন্ডেশন

বিনোদন শিল্পে নারীদের কৃতিত্ব উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনে

রেড সি ফিল্ম ফাউন্ডেশন বলেছে নারীকেন্দ্রিক সিনেমায় বিশ্বমঞ্চে যাঁরা সম্মানিত, কিয়ারা তাঁদের মধ্যে একজন।

VIEW ALL

Read Next Story