আয়রা খানের মেহেন্দি

৩ জানুয়ারি আইনি মতে বিয়ে সেরেছেন আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের কন্যা আয়রা খান।

আয়রা খানের মেহেন্দি

তবে এবার আনুষ্ঠানিক ভবে বিয়ে সারতে, জয়পুর পাড়ি দিলেন আয়রা এবং তাঁর পুরো পরিবার।

আয়রা খানের মেহেন্দি

গত ৭ জানুয়ারি থেকে আয়রা এবং তাঁর স্বামী নূপুরের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে।

আয়রা খানের মেহেন্দি

৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় তাঁদের মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দিতে সাদা পোশাক, সানগ্লাসে সেজেছিলেন আয়রা।

আয়রা খানের মেহেন্দি

এই দিন বিয়ে উপলক্ষ্যে হাত ভরতি মেহেন্দি পড়েছেন আনির কন্যা।

আয়রা খানের মেহেন্দি

তাঁদের মেহেন্দি অনুষ্ঠানে দেখতে পাওয়া গেছে ইমরান খান, মিথিলা পালকারকেও।

আয়রা খানের বিয়ে

৭ তারিখ থেকে বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ১০ জানুয়ারি অবধি। ৯ জাানুয়ারি অনুষ্ঠিত হবে তাঁদের সঙ্গীত অনুষ্ঠান।

আয়রা খানের বিয়ে

৭ তারিখের ওয়ালকাম ডিনারে, আয়রা এবং নূপুরকেও নাচতেও দেখা গেছে। সেইদিন গান গেয়ে সকলের নজর কেড়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও।

আয়রা খানের বিয়ে

৮ তারিখ মেহেন্দির পাশাপাশি অনুষ্ঠিত হয় পাজামা পার্টি, সেখানেই লুঙ্গি ডান্স গানে নেচে সকলের মন জিতেছেন নূপুর শিখরে।

আয়রা খানের বিয়ে

এইদিন খোশ মেজাজে ধরা পড়েছেন আমির কন্যা আয়রাও।

VIEW ALL

Read Next Story