AADHAAR Data Breach: ৮১.৫ কোটি ভারতীয়দের আধার ডেটা ফাঁস! কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজাহরিয়া এক্স মাধ্যমে পোস্ট করে, বলেছেন, ‘আধার ডেটা নিরাপদ। ৮১.৫ কোটি ভারতীয়দের আধার কার্ডের ডেটা ফাঁসের দাবিকে ভুয়ো বলে মনে হচ্ছে। মনে হচ্ছে ফাঁস হওয়া ডেটা মোবাইল অপারেটরদের, এবং উৎস কোনও তৃতীয় পক্ষ’।

Updated By: Nov 1, 2023, 10:53 AM IST
AADHAAR Data Breach: ৮১.৫ কোটি ভারতীয়দের আধার ডেটা ফাঁস! কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার একজন সাইবার নিরাপত্তা গবেষক দাবি করেছেন যে ৮১.৫ কোটি ভারতীয় নাগরিকের ডেটা ফাঁস হয়েছে এবং সেখানে তাঁদের নাম, ফোন নম্বর এবং ঠিকানা সহ আধার কার্ড এবং পাসপোর্টের বিবরণের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এই দাবি ‘ভুয়ো’ বলে মনে করা হচ্ছে।

স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজাহরিয়া এক্স মাধ্যমে পোস্ট করে, বলেছেন, ‘আধার ডেটা নিরাপদ। ৮১.৫ কোটি ভারতীয়দের আধার কার্ডের ডেটা ফাঁসের দাবিকে ভুয়ো বলে মনে হচ্ছে। মনে হচ্ছে ফাঁস হওয়া ডেটা মোবাইল অপারেটরদের, এবং উৎস কোনও তৃতীয় পক্ষ’।

 

তার মতে, কয়েক লাখ লোকের ডেটা ফাঁস করা হতে পারে এবং ৮১.৫ কোটি মানুষের ডেটা ফাঁস হয়েছে এমন কোনও প্রমাণ নেই।

আরও পড়ুন: Largest Deposit of Hydrogen: মিলল 'সাদা' হাইড্রোজেনের বিপুল ভাণ্ডার! বাঁচিয়ে দেবে বিপন্ন পৃথিবীকে?

তিনি বলেছেন, ‘হ্যাকার 'pwn0001' খ্যাতি ডার্ক ওয়েবেও নেতিবাচক, যারা এই ডেটা ফাঁস করার দাবি করেছিল এবং আরও একটি হ্যাকার গ্রুপ 'লুসিয়াস' যারা কয়েকদিন আগে একই ডেটা পোস্ট করেছিল, তাকেও ডার্ক ওয়েবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল’।

বিশ্লেষকরা তাঁর সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হন এবং জানতে পারেন যে তারা পুরো আধার এবং ভারতীয় পাসপোর্ট ডেটাসেট ৮০,০০০ মার্কিন ডলার অর্থাৎ ৬৬ লাখের বেশি টাকায় বিক্রি করতে ইচ্ছুক।

আরও পড়ুন: Google Maps: ভারত-ইন্ডিয়া নিয়ে টানাটানি! কোন পথে গুগল?

যদিও, হুমকি যিনি দিয়েছেন তিনি কীভাবে তথ্য পেয়েছেন তা উল্লেখ করতে অস্বীকার করেছেন। গত মাসে, সাইবার নিরাপত্তা গবেষকরা দেখেছেন যে ঝাড়খণ্ডের আয়ুষ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে এবং ডার্ক ওয়েবে ৩.২ লক্ষেরও বেশি রোগীর রেকর্ড প্রকাশ করা হয়েছে।

সাইবার সিকিউরিটি কোম্পানি ক্লাউডএসইকে-এর মতে, ওয়েবসাইটের ডাটাবেসের পরিমাণ ৭.৩ এমবি এবং এখানে রোগীর রেকর্ড রয়েছে।

হ্যাক হওয়া ডেটাতে ডাক্তারদের সম্পর্কে সংবেদনশীল তথ্য রয়েছে, যার মধ্যে রয়েছে তাদের PII, লগইন শংসাপত্র, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং ফোন নম্বর। তথ্য হ্যাক শুরু করেছিলেন ‘তানাকা’ নামে একজন থ্রেট অ্যাক্টর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.