বারুইপুরে ফাঁস বেআইনি অস্ত্র কারবার, ধৃত যুবক

ধৃতের কাছ থেকে উদ্ধার ৬টি বন্দুক

Updated By: Sep 29, 2020, 10:07 AM IST
বারুইপুরে ফাঁস বেআইনি অস্ত্র কারবার, ধৃত যুবক
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : বারুইপুর থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালান বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশান গ্রুপের পুলিস কর্মীরা। এস আই লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময়ই প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিস। ধৃতের নাম আলাউদ্দিন লস্কর। 

পুলিস সূত্রে খবর ,ধৃতের কাছ থেকে ৬টি বন্দুক, নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস। সোমবার সন্ধ্যায় বারুইপুরের ফুলতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, জয়নগর থানার বাকচি গোবিন্দপুরের বাসিন্দা ধৃত যুবক। অস্ত্র বিক্রির জন্য সে বারুইপুর এলাকায় এসেছিল। 

গোপন সূত্রে সেই খবর পেয়েই পুলিস সাদা পোশাকে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। বমাল গ্রেফতার করে আলাউদ্দিন লস্করকে। ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে জেরা করে এই অস্ত্র কারবারের সঙ্গে আর কে কে বা কারা জড়িত, তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, কে ড. হাজরা? হন্যে হয়ে পরিচয় খুঁজতে ব্যস্ত কেন্দ্র-রাজ্য বিজেপি নেতৃত্ব

Tags:
.