West Bengal Lok Sabha Elections 2024 Phase 3 Live Updates: সুপ্রিমকোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি খুশি: মমতা বন্দ্যোপাধ্যায়

WB Lok Sabha Election 2024 Phase 3 Voting Live: রাজ্যে চার কেন্দ্রে ভোট। কোনায় কোনায় জি ২৪ ঘণ্টার ক্যামেরা। সব খবর, সব ছবি, সবার আগে। প্রতি মুহূর্তে আপডেট। ভোটের মেগা কভারেজ আজ দিনভর। 

Last Updated: Tuesday, May 7, 2024 - 18:35
West Bengal Lok Sabha Elections 2024 Phase 3 Live Updates: সুপ্রিমকোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি খুশি: মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Lok Sabha Election Phase 3 Voting 2024 Live: চলছে লোকসভা নির্বাচন। আজ, মঙ্গলবার তৃতীয় দফা। ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে লোকসভা কেন্দ্রে। চার কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩ হাজার। তৃতীয় দফায় ভোট হবে মালদার জেলার দুই লোকসভা কেন্দ্রেও। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। মালদা দক্ষিণে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে ইংরেজবাজার পুরসভা। আর মালদা উত্তর? বুথের সংখ্যা  ১৮১২।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

7 May 2024, 18:30 PM

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ssc মামলায় সুপ্রিমকোর্টের স্থগিতাদেশ নিয়ে মুখ খুললেন। সমাজমাধ্যম এক্স-এ তিনি পোস্ট করেছেন, সুপ্রিমকোর্টের ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষকসমাজকে জানাই আমার অভিনন্দন ও মাননীয় সুপ্রিমকোর্টকে জানাই আমার শুভেচ্ছা। 

7 May 2024, 15:45 PM

বেলা ৩টা পর্যন্ত ভোটের হার ৬৩.১১ শতাংশ।
সবথেকে বেশি মুর্শিদাবাদ, সবথেকে কম মালদা উত্তর।

মালদহ উত্তর - ৬১.৫০ শতাংশ ।
মালদহ দক্ষিণ - ৬২.৯০ শতাংশ।
জঙ্গিপুর - ৬২.৫৭ শতাংশ 
মুর্শিদাবাদ - ৬৫.৪০ শতাংশ

ভগবানগোলা উপনির্বাচন- ৬১.১৮ শতাংশ।

7 May 2024, 13:30 PM

বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৪৯.২৭ শতাংশ। মালদা উত্তরে ভোট পড়েছে ৪৭.৮৯%,  মালদা দক্ষিণ ৪৮.৬৫%, জঙ্গিপুর ৪৯.৯১%, মুর্শিদাবাদে ভোট পড়েছে ৫০.৫৮%। ভগবানগোলা উপনির্বাচনে ভোটের হার ৪৬.৪০%। 

7 May 2024, 11:45 AM

মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করার অভিযোগ প্রসংগে ATR রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতৃত্বকেও হেনস্থা করেন সেলিম। রানিনগর বিধানসভার মোহনপুর এলাকার বুথে হঠাৎই মহম্মদ সেলিম এসে লোকজনকে গালাগালি শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে আজ বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন।

7 May 2024, 11:45 AM

তৃতীয় দফায় সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার ৩২.৮২%

জঙ্গিপুরে ৩৩.৮১ শতাংশ, মালদা দক্ষিণে ৩৩.০৯ শতাংশ,  মালদা উত্তরে ৩১.৭৩ শতাংশ ও মুর্শিদাবাদে ৩২.৭২ শতাংশ ভোট পড়েছে।

ওদিকে ভগবানগোলা উপনির্বাচনে এখনও পর্যন্ত ভোট পড়েছে  ২৯.৩৯ শতাংশ। 

7 May 2024, 10:45 AM

উত্তর মালদা লোকসভা আসনের রতুয়া-১নং ব্লকের চাঁদমণি হাই মাদ্রাসার ২০১ নং বুথে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা। ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

7 May 2024, 10:45 AM

মহম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

7 May 2024, 10:45 AM

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় ২৫০ নম্বর বুথে ঘরের সামনে মোতায়েন রাজ্য পুলিশ। এনিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। তার অভিযোগ ভোট লুঠ করতে  অনেক বুথে রাজ্য পুলিশ রয়েছে। আমরা জানতাম ২০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ থাকবে না। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না। মাননীয়ার নির্দেশ আছে ডিএম এসপির কাছে। আজকে কোথায় কোথায় তারা দুর্বল  সেখানে রাজ্য পুলিশ রাখো যাতে ছাপ্পা করে। আমরা অভিযোগ করবো। একেপারে নিষ্ক্রিয় করেনি, কারন কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্ত হয়ে পরতো।

7 May 2024, 10:45 AM

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় ২৫০ নম্বর বুথে ঘরের সামনে মোতায়েন রাজ্য পুলিস। এনিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। তার অভিযোগ ভোট লুঠ করতে অনেক বুথে রাজ্য পুলিস রয়েছে। আমরা জানতাম ২০০ মিটারের মধ্যে রাজ্য পুলিস থাকবে না। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না। মাননীয়ার নির্দেশ আছে ডিএম এসপির কাছে। আজকে কোথায় কোথায় তারা দুর্বল সেখানে রাজ্য পুলিস রাখো যাতে ছাপ্পা করে। আমরা অভিযোগ করবো। একেবারে নিষ্ক্রিয় করেনি, কারন কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্ত হয়ে পরতো।

7 May 2024, 10:45 AM

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস  কাউন্সিলার তথা প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ। অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। রামকৃষ্ণমিশন বিদ্যামন্দিরে বুথ। তার থেকে ১০০ মিটার দূরে জমায়েত। যা ঘিরে উত্তেজনা।

7 May 2024, 10:30 AM

বিএসএফের বিরুদ্ধে অভিযোগ আবু তাহেরের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এজেন্টদের বিভ্রান্ত করার অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূলের প্রার্থীর। সকাল থেকেই হরিহরপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় ভোট তদারকিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহম্মদ সেলিম। এদিন হরিহরপাড়ার চোঁয়া, হরিহরপাড়া হাইস্কুল সহ বেশ কিছু বুথে ভোট কীভাবে চলছে তা ঘুরে দেখেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর দাবি, বেশ কিছু বুথে বিজেপি এজেন্টদের বিভ্রান্ত করছে এবং ভোটারদের প্রভাবিত করছে।

7 May 2024, 10:30 AM

উত্তর মালদহের গাজলের বিজলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ৪৭ নম্বর বুথে শাসক দলের বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ। অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। সেন্ট্রাল ফোর্স থাকা সত্বেও কী করে শাসকদলের ক্যাডররা বুথ জ্যাম করে রেখেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি বিজেপির এজেন্টদেরও বের করে দেওয়ার ঘটনা রয়েছে বলে অভিযোগ। ঘটনাটি লিখিত আকারে কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।

 

7 May 2024, 10:30 AM

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় ভোটের হার ১৪.৬০ শতাংশ। জঙ্গিপুরে ১৬.৯৫ শতাংশ, মালদা দক্ষিণে ১১.১৭ শতাংশ,  মালদা উত্তরে ১৫.৩৩ শতাংশ ও মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ ভোট পড়েছে।

 

7 May 2024, 09:30 AM

Murshidabad Lok Sabha Election 2024 Live Updates: তৃণমূল তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকের বাড়ির পেছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থক ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর জন্য এই কাজ করেছে অভিযোগ। জোটের পক্ষ থেকে করা হয়েছে ।জোট এবং তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে কার্যত  মুখোমুখি কথা কাটাকাটি হয়। 

7 May 2024, 08:30 AM

Murshidabad Lok Sabha Election 2024 Live Updates: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গীর ৪৩ নং টিকরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের 197 নম্বর বুথে ইভিএম বিকল। যার জন্য বন্ধ রয়েছে ভোটগ্রহণ। ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। শুরুতেই বিকল হয়। 

7 May 2024, 07:45 AM

Maldaha Dakshin Lok Sabha Election 2024 Live Updates: মালদা দক্ষিণ মানিকচক এর বিভিন্ন বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট পর্ব। বিভিন্ন বুথে বিভিন্ন বুথে বুথে রয়েছে জি ২৪ ঘন্টা। সবার প্রথমে ভোট শুরু হতেই প্রথম ভোট দিলেন আজকে লাইনে দাঁড়িয়ে। মালদা দক্ষিণ মানিকচক টাউন লাইব্রেরি ৪৯/ ১১৯ নম্বর বুথে ভোট শুরু।মহিলা ভোটার দেবশ্রী বসাক। বয়স্ক ভোটার ঘতু পাল বয়স ৮৭ ভোট দিলেন আজকে লাইনে দাঁড়িয়ে। মালদা দক্ষিণ মানিকচক টাউন লাইব্রেরি ৪৯/ ১১৯ নম্বর বুথে ভোট শুরু।

7 May 2024, 07:45 AM

Murshidabad Lok Sabha Election 2024 Live Updates: হরিহরপাড়ার শঙ্করপুর এলাকার ধরমপুরে অন্চল কংগ্রেসের সভাপতি মিখাইল শেখের বাড়ি সামনে দুটো বোমা চার্জ করা হয়। ভোরের দিকে একটি বোমা ফেটে শার্টটার ক্ষতিগ্রস্ত হয়। আর একটি বোমা ফাটেনি। পুলিস এসে দ্বিতীয় বোমাটি নিয়ে গিয়েছে। 

7 May 2024, 07:15 AM

Jangipur Lok Sabha Election 2024 Live Updates: জঙ্গিপুর সেকেন্দ্রা এলাকার ৫৯/৬০/৬১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা। শুধু তৃণমূল এজেন্টরা ঢুকেছে। অভিযোগ বিজেপির।

7 May 2024, 07:15 AM

Maldaha Dakshin Lok Sabha Election 2024 Live Updates: ভুল করে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীর নাম ও ছবি দেওয়া ভোটার স্লিপের কাউন্টার পার্ট নিয়ে কানির মোড় জনস্বাস্থ্য কেন্দ্রের ১০৪ নম্বর বুথের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ১৮ বছর বয়সী এক প্রথম ভোটার। তরুণের সঠিক নিয়ম জানা নেই। দীর্ঘক্ষণ হাতে সেই কাগজের স্লিপ নিয়ে তিনি লাইনে অপেক্ষমান। বিষয়টি নজরে আসতেই তাকে সতর্ক করলেন নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি কাগজ ফেলে দিলেন ওই তরুণ। জানতাম না, ভুল হয়ে গেছে। ক্যামেরার সামনে স্বীকারোক্তি তরুণের।

7 May 2024, 07:00 AM

Murshidabad Lok Sabha Election 2024 Live Updates: ডোমকলের দক্ষিণ নগর মাঠপাড়ায় অভিযোগ বামেদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে এবং গ্রামের ভোটাররা যারা ভোট দিতে যাওয়া যেতে পারছিলেন না তাদের কনফিডেন্সের জন্য পুলিশ এসে ভোটারদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে

7 May 2024, 07:00 AM

Maldaha Dakshin Lok Sabha Election 2024 Live Updates: দক্ষিণ মালদা। বুথ নম্বর ১০৩। ইভিএম খারাপ। মক পোল শুরু করা যায়নি। এদিকে বাইরে প্রচুর ভোটার লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার অপেক্ষায়।

7 May 2024, 06:45 AM

তৃতীয় দফায় দেশজুড়ে ভোট মোট তিরানব্বই কেন্দ্রে। অসম, বিহার, ছত্তিসগঢ়, গোয়া, গুজরাত, কর্ণাটক-সহ  এগারোটি রাজ্যে ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তায় প্রস্তুতি চূড়ান্ত। 

7 May 2024, 06:45 AM

আজ লোকসভা ভোটের তৃতীয় দফা। নজরে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। বুথের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার।  প্রায় সাড়ে সাত হাজার বুথে ভোট  গ্রহণ। স্পর্শকাতর প্রায় তিন হাজার বুথ। বুথের বাইরে প্রস্তুত  কুইক রেসপন্স টিম। বাহিনীর ঘেরাটোপে চার লোকসভা কেন্দ্র। চার লোকসভা কেন্দ্রের সঙ্গেই আজ ভগবানগোলায় উপনির্বাচন। 

 

7 May 2024, 06:45 AM

তৃতীয় দফার ভোটের মাঝে জোর কদমে প্রচার। পুরুলিয়ার পারায় মুখ্যমন্ত্রীর প্রচার সভা। পরে বাঁকুড়া-দুর্গাপুরে পদযাত্রা। রাজ্যপালকে পাল্টা জবাব দেবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে রাজনৈতিকমহল। তৃতীয় দফার ভোটের মাঝে জোর কদমে প্রচার। পুরুলিয়ার পারায় মুখ্যমন্ত্রীর প্রচার সভা। পরে বাঁকুড়া-দুর্গাপুরে পদযাত্রা। রাজ্যপালকে পাল্টা জবাব দেবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে রাজনৈতিকমহল।   

7 May 2024, 06:45 AM

Murshidabad Lok Sabha Election 2024 Live Updates: আজ লোকসভা ভোটের তৃতীয় দফা। নজরে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। বুথের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রায় সাড়ে সাত হাজার বুথে ভোট  গ্রহণ। স্পর্শকাতর প্রায় তিন হাজার বুথ। বুথের বাইরে প্রস্তুত  কুইক রেসপন্স টিম। বাহিনীর ঘেরাটোপে চার লোকসভা কেন্দ্র।