Justin Langer On KL Rahul-Sanjiv Goenka Episode: 'মেয়েদের জন্ম ছিল চতুর্থ আশ্চর্য, পঞ্চম এই গোয়েঙ্কার গালি'! অকপট এলএসজি কোচ

LSG Coach Justin Langer On KL Rahul-Sanjiv Goenka Episode: এলএসজি কোচ জাস্টিন ল্য়াঙ্গার এবার মুখ খুললেন রাহুল-গোয়েঙ্কা এপিসোড নিয়ে। সাফ জানালেন যে, ঠিক কী চলছে এখন তাঁদের মনের ভিতর...  

Updated By: May 15, 2024, 05:34 PM IST
Justin Langer On KL Rahul-Sanjiv Goenka Episode: 'মেয়েদের জন্ম ছিল চতুর্থ আশ্চর্য, পঞ্চম এই গোয়েঙ্কার গালি'! অকপট এলএসজি কোচ
ল্য়াঙ্গার এবার মুখ খুললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও বিস্তর চর্চাতেই রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুল (Sanjiv Goenk vs KL Rahul)। তবে এবার আর আলোচনা নেতিবাচক নয়। বলা যায় বেশ ইতিবাচক। এখন ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজেই ব্য়স্ত রয়েছেন সঞ্জীব! ভাবমূর্তি বদলের চেষ্টাও বলা যেতে পারে। খানিকটা জুতো মেরে গোরুদানের মতোই ঘটনা ঘটছে পরপর। দলের অধিনায়ককে মাঠে ভর্ৎসনা করে তুমুল সমালোচিত হওয়ার পর, নিজেকে বদলাচ্ছেন গোয়েঙ্কা। কখনও আলাদা করে নৈশভোজ করাচ্ছেন দলের মালিক। আবার কখনও করতালিতে জানাচ্ছেন সম্মান। এবার রাহুল বনাম গোয়েঙ্কা কাণ্ডে মুখ খুললেন এলএসজি (LSG) কোচ জাস্টিন ল্য়াঙ্গার (Justin Langer)।

আরও পড়ুন: 'গালি'র পর তালি! আইপিএল যেন বলছে, দ্যাখো কী কী হয়! আলোচনায় ফের গোয়েঙ্কা-রাহুল

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেন, 'দেখুন, আমি রাহুল-গোয়েঙ্কা কাণ্ডে চমকে গিয়েছি মানুষের প্রতিক্রিয়া দেখে। আমি বিগত চারদিন এই নিয়ে বিস্তর ভেবেছি। আমি জীবনে খুব বেশিবার আশ্চর্য হইনি। কিন্তু আমি অবাক হয়েছিলাম মেয়েদের জন্মের সময়ে। পরপর চারজনই মেয়ে হল! মেয়ে হয়েই চলেছে..! আমার কোনও ধারণাই ছিল না। মেয়েদের জন্ম ছিল আমার জীবনের চতুর্থ আশ্চর্য। আর এইবার পঞ্চম আশ্চর্য। মিস্টার গোয়েঙ্কা বা কেএল রাহুলকে যারাই চেনে, তারা জানে যে, এই গ্রহের সবচেয়ে শান্ত এবং শান্তিপ্রিয় মানুষ তারা। আমি যখন দেখলাম রাহুল-গোয়েঙ্কা নিয়ে প্রচুর কথা হচ্ছে, তখন আমি চমকে যাই। এরকম আগে কখনও দেখিনি।' যখন আমি ওদের কথোপকথন শুনলাম, তখন জানলাম যে, ওদিনের খেলায় আমাদের পরিকল্পনাগত ভুল নিয়ে আলোচনা হচ্ছিল। এরপরে যা ঘটেছিল তা নিছকই মজার ব্যাপার। ওরা দু'জন কী নিয়ে কথা বলেছে, তা কেউই জানত না। শুধু ক্রিকেট নিয়েই কথা হল। আর তার প্রতিক্রিয়া কী সব এল। আমরা এই নিয়ে প্রচুর হেসেছি। মিস্টার গোয়েঙ্কা, তার ছেলে, কেএল এবং আমার দারুণ সম্পর্ক।'

গত মঙ্গলবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ও লখনউ মুখোমুখি হয়েছিল। রাহুলরা ১৯ রানে হেরেছেন ঋষভ পন্থদের কাছে। এই নিয়ে হারের হ্য়াটট্রিক করল এলএসজি। আর এই ম্য়াচে দিল্লির ইনিংসের নবম ওভারে এমন এক দৃশ্য়ের জন্ম দিয়েছিল, যা ফের ভাইরাল হয়েছে। শে হোপ কভারের উপর দিয়ে বল ওড়াতে গিয়েছিলেন। কিন্তু ব্য়াটে-বলে ঠিকঠাক কানেক্ট হয়নি। রাহুল ডাইভ দিয়ে অসাধারণ ক্য়াচ নিয়েছিলেন। যা দেখে গোয়েঙ্কা স্ট্যান্ডে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এই ছবিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: Team India’s Next Coach: জুনেই অবসান দ্রাবিড় যুগের, ভারতের পরবর্তী কোচ কে? লড়াইয়ে হেভিওয়েট তিন বিদেশি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.