Rohit Sharma, IPL 2023: আইপিএল-এর অল-ক্যাপ্টেন ফোটোসেশন নেই রোহিত! কিন্তু কেন? জানতে পড়ুন

মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের আগে অল-ক্যাপ্টেন ফটোসেশনে রোহিতকে দেখা গেল না। তবে এর কারণ জানা যায়নি। তবে এই ঘটনাকে একেবারেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 30, 2023, 08:03 PM IST
Rohit Sharma, IPL 2023: আইপিএল-এর অল-ক্যাপ্টেন ফোটোসেশন নেই রোহিত! কিন্তু কেন? জানতে পড়ুন
সব অধিনায়ক থাকলেও নেই রোহিত শর্মা। ছবি: আইপিএল

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মাত্র একটা ছবি নিয়ে উত্তাল হয়ে পড়ল ভারতীয় ক্রিকেট। এবাররে আইপিএল (IPL 2023) শুরু হওয়ার আগে বৃহস্পতিবার অর্থাৎ ৩০ মার্চ ছিল অল-ক্যাপ্টেন ফোটোসেশন। উদ্বোধনী ম্যাচের ভেনু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন অধিনায়করা। সবার মাঝে আইপিএলের ঝাঁ চকচকে ট্রফি। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ডেভিড ওয়ার্নার (David Warner), ফ্যাফ ডু প্লেসিস-রা (Faf Du Plesis) একসঙ্গে ও একফ্রেমে থাকলেও, অনুপস্থিত ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের (Surisers Hyderabad) অধিনায়ক এইডেন মার্করামকেও (Aiden Markram) দেখা গেল না। ফলে নেটপাড়া হয়ে উঠল উত্তাল। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? কেন শুরুতেই কেটে গেল তাল? 

মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের আগে অল-ক্যাপ্টেন ফটোসেশনে রোহিতকে দেখা গেল না। তবে এর কারণ জানা যায়নি। তবে এই ঘটনাকে একেবারেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সর্বাধিক পাঁচবারের অধিনায়ক কেন সবার সঙ্গে নেই, সেটা নিয়ে মজার মিম ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে পড়েছে। তবে শুধু রোহিত নন, আরও একজন অধিনায়ক এই অনুষ্ঠানে গরহাজির ছিলেন। তিনি হলেন মার্করাম। অবশ্য তাঁর জায়গায় ছিলেন ভুবনেশ্বর কুমার। 

আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: বিরাটের চোখে 'সর্বকালের সেরা' ক্রিকেটার কে? ভাইরাল ভিডিয়োতে দেখে নিন

আরও পড়ুন: IPL 2023: এম এস ধোনি থেকে রোহিত, গৌতম গম্ভীর থেকে সচিন, ছবিতে দেখুন আইপিএল-এর সেরা ১০ অধিনায়ক

রবিবার অর্থাৎ ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে হায়দরবাদ। অন্যদিকে ৩১ মার্চ ও ২ এপ্রিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ খেলতে ব্যস্ত থাকার জন্য মার্করামকে পাচ্ছে না 'অরেঞ্জ আর্মি'। মার্করামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ভুবি। তাই অল-ক্যাপ্টেন ফটোশুটে উপস্থিত ছিলেন অভিজ্ঞ জোরে বোলার। 

অধিনায়কদের বৈঠকের পরে আমদাবাদ স্টেডিয়ামে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন অধিনায়করা। সেখানে যাঁদের দেখা গেল তাঁরা হলেন— কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানা, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি, গুজরাত টাইটান্সের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যাফ ডু’প্লেসিস, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার, পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান, লখনউ সুপার জায়ান্টসের কে এল রাহুল ও সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। এঁদের মধ্যে একমাত্র ভুবনেশ্বর দলের সহ-অধিনায়ক। হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম এখনও এসে না পৌঁছনোয় ভুবি গিয়েছিলেন বৈঠকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.