Mahendra Singh Dhoni, IPL 2023: নেটে ব্যাট হাতে নেমেই ফের 'মাহি মার রাহা হ্যায়'! ভিডিয়ো ভাইরাল

২৩৪টি আইপিএল ম্যাচে ৪৯৭৮ রান করেছেন ধোনি। গড় ৩৯.২০। ১৩৫.২০। সঙ্গে রয়েছে ২৪টি অর্ধ শতরান। এবারের আইপিএল-এ মাহি ব্যাটার ও কিপার হিসেবে কেমন পারফর্ম করে সেটাই দেখার।   

Updated By: Jan 31, 2023, 07:11 PM IST
Mahendra Singh Dhoni, IPL 2023: নেটে ব্যাট হাতে নেমেই ফের 'মাহি মার রাহা হ্যায়'! ভিডিয়ো ভাইরাল
নেটে ফের মাহি মারা রাহা হ্যায়। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও অনেক সময় বাকি। তবে মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni) কিন্তু বসে নেই। আসলে তিনি থেমে থাকার বান্দাও নন। নেটে নেমে ব্যাটিং সাধনায় মেতে উঠেছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। নেটে ঝড় তুললেন 'ক্যাপ্টেন কুল'। সিএসকে (CSK) সেনাপতির সেই 'মাহি মার রাহা হ্যায়' মেজাজে ব্যাটিং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 

বয়স ৪০ পেরিয়ে গিয়েছে। সংখ্যার বিচারে তিনি নাকি এখন বুড়োদের দলে। তবে অনুশীলনের দিকে চোখ রাখলে সেই পুরানো ধোনিকে দেখা যাবে। এই বয়সেও বাইশ গজে তান্ডব দেখিয়ে যাচ্ছেন। সিএসকে-এর সেই অনুশীলনের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল। ২০২১ সালে তাঁর নেতৃত্বে ফের একবার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে (CSK)। তবে গত তিন বছর ধরে তাঁর ব্যাটে পুরানো ঝলক নেই। তাই এবার বাইশ গজের যুদ্ধে নামার আগে ব্যাটে শান দিচ্ছেন 'ক্যাপ্টেন কুল'। 

আরও পড়ুন: BEN vs JHA, Ranji Trophy Quarterfinals 2022-23: বাইশ গজে ফের আগুনে আকাশ! ১৭৩ রানে গুটিয়ে ঝলসে গেল ঝাড়খণ্ড

আরও পড়ুন:  Virat Kohli: কোন মহিলার দেখা না পেয়ে হতাশ বিরাট? নিজেই জানালেন 'কিং কোহলি'
 
ভিডিয়োতে দেখা যাচ্ছে একেবারে 'মাহি মার রাহা হ্যায়!' মেজাজে আকাশে একের পর এক বল উড়িয়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২৪ সেকেন্ডের এই ভিডিয়ো শুধুই ধোনি ধামাকায় ভরা। দলের সব বোলারদের যেন ব্যাট হাতে খুন করছেন সিএসকে-এর 'থালা'। কভার, এক্সট্রা কভার, লং অন,লং অফ কিংবা ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ দিয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছে। 

২৩৪টি আইপিএল ম্যাচে ৪৯৭৮ রান করেছেন ধোনি। গড় ৩৯.২০। ১৩৫.২০। সঙ্গে রয়েছে ২৪টি অর্ধ শতরান। এবারের আইপিএল-এ মাহি ব্যাটার ও কিপার হিসেবে কেমন পারফর্ম করে সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.