'তারক মেহতা কা উলটা চশমা'-র দিশা ভাকানির সম্পত্তির পরিমাণ কত জানেন! শুনলে চমকে উঠবেন

Jun 08, 2020, 17:51 PM IST
1/5

মেয়ের জন্মের পর এখনও পর্যন্ত তারক মেহতা কা উলটা চশমা-রে সেটে হাজির হননি। মা হওয়ার পর তিনি আর আগের মতো ৮-৯ ঘণ্টা করে শ্যুটিং করতে পারবেন না বলে জানিয়েছেন তারক মেহতা উলটা চশমা-র দয়াবেন ওরফে দিশা ভাকানি।  ফলে জনপ্রিয় ওই ধারাবাহিকের সঙ্গে দিশা আর যুক্ত থাকবেন কি না, তা নিয়ে অনেক প্রশ্নই উঠছে

2/5

তারক মেহতা কা উলটা চশমার পাশাপাশি বলিউডের কয়েকটি ছবিতেও মাঝে মাধ্যে দেখা যায় দিশাকে 

3/5

তবে দিশার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তারক মেহতা কা উলটা চশমা।  এই ধারাবাহিকে এখনও তিনি ফিরে না এলেও, তার সম্পত্তির পরিমাণ কত জানেন!

4/5

রিপোর্টে প্রকাশ, বর্তমানে দিশার ৩৭ কোটির সম্পত্তি রয়েছে। 

5/5

তিনি শুধু তারক মেহকা কা উলটা চশমার-র সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী, এমন নয়।  টেলি টাউনের অন্যতম বেশি মাত্রার পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী হিসেবে নাম রয়েছে দিশা ভাকানির