Supreme Court | Pregnant Person: 'সুপ্রিম' পর্যবেক্ষণে 'গর্ভবতী'র সংজ্ঞা বদলের 'ঐতিহাসিক' দিগনির্দেশ!

May 07, 2024, 18:19 PM IST
1/5

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি

Suprme court mentions pregnant person

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'গর্ভবতী' মহিলা নন, এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আরও ২ বিচারপতির বেঞ্চ ব্যবহার করল 'গর্ভবতী ব্যক্তি' শব্দবন্ধটি। 

2/5

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি

Suprme court mentions pregnant person

কারণ বেঞ্চের পর্যবেক্ষণ, অন্তঃসত্ত্বা যে কেবল শুধু মহিলারাই হতে পারেন এমন নয়, 'গর্ভবতী' হতে পারেন পুরুষও! 'গর্ভবতী' হতে পারেন একজন রূপান্তরকামীও।

3/5

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি

Suprme court mentions pregnant person

যৌন হেনস্থার ফলে ১৪ বছরের এক কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। তার গর্ভপাত সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই গর্ভপাত সংক্রান্ত মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। 

4/5

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি

Suprme court mentions pregnant person

তাই 'অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মহিলা' না বলে 'অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি' বলার পক্ষপাতী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ। 

5/5

অন্তঃসত্ত্বা বা গর্ভবতী ব্যক্তি

Suprme court mentions pregnant person

যে পর্যবেক্ষণকে 'ঐতিহাসিক' বলেই মনে করছেন লিঙ্গসাম্যের অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা।