Sudipa Chatterjee-Kanchan Mullick: রান্নাঘরের পাট চুকল সুদীপার! চোখের জল মোছাল কাঞ্চন

Dec 18, 2022, 23:13 PM IST
1/6

রান্নাঘরে শেষদিন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ হল ছোটপর্দার অন্যতম জনপ্রিয় কুকিং শো জি বাংলার রান্নাঘর।  

2/6

রান্নাঘরে শেষদিন...

শনিবার ছিল শেষ দিনের শ্যুটিং।  

3/6

রান্নাঘরে শেষদিন...

এদিন শ্যুটিং সেট থেকে লাইভে এসেই শো শেষ হওয়ার খবর জানান সুদীপা।  

4/6

রান্নাঘরে শেষদিন...

সুদীপা জানান, আগামী ৩১ ডিসেম্বর শেষ পর্ব টেলিকাস্ট হবে, তবে এদিনই হয়ে গেল শেষ পর্বের শ্যুটিং।  

5/6

রান্নাঘরে শেষদিন...

শেষ দিন সুদীপার সঙ্গে রান্নাঘরে অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী শ্রীপর্ণা ও অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক।  

6/6

রান্নাঘরে শেষদিন...

কাঞ্চনের সঙ্গে ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘কাঞ্চন মল্লিক। মাননীয় বিধায়ক মহাশয় ব্যস্ত শিডিউল থেকেসময় বার করে এলেন- শুধু আমাদের চোখের জল মোছাতে।’