Narendra Modi In Bihar: রাঁধলেন হালুয়া, বেললেন রুটি! ভোটপ্রচারের আগে গুরুদ্বারে ব্যস্ত মোদী...

Modi In Bengal: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। তার মাঝেই প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে।

| May 13, 2024, 13:25 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে আজ। সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। তবে এরই মাঝে প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ছিলেন বাংলায়, আজ তিনি ভোটপ্রচারে গিয়েছেন বিহারে। সোমবার সকালে ভোটের প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1/6

সজ্জিত

আজ তাঁর পরনে সাদা কুর্তা, তার উপরে ধূসর রঙের জহরকোট, মাথায় কমলা পাগড়ি!

2/6

লঙ্গরসেবা

গুরুদ্বারে ঢুকে প্রথমে প্রণাম করেন। প্রণামের পরে লঙ্গর সেবা করতে দেখা যায় তাঁকে।

3/6

রান্না-বান্না

তার আগে তাঁকে হালুয়ার কড়াইয়ে বড় খুন্তি দিয়ে পাক দিতে দেখা যায়। দেখা যায় রুটি বেলতেও।

4/6

পরিবেশন

এ সবের পরে তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে।

5/6

ভিন রূপে

ভোট আবহেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6/6

আপ্লুত ভক্তজন

মাথায় পাগড়ি বেঁধে গুরুদ্বারে প্রধানমন্ত্রীকে এভাবে দেখে অনেকেই চমকে গিয়েছেন, আপ্লুত হয়েছেন।