Pathaan OTT Release: বড়পর্দায় দেখলেও এই ৫ টি কারণে ফের ওটিটিতে দেখতে হবে শাহরুখের ‘পাঠান’...

Mar 21, 2023, 18:32 PM IST
1/6

ওটিটিতে 'পাঠান'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠান’। বড়পর্দায় এই ছবি দেখেছেন কয়েক কোটি মানুষ। ভারতে এই ছবির আয় ৫৪০ কোটি টাকা। সারা বিশ্ব জুড়ে আয় হয়েছিল ১০০০ কোটির বেশি।  

2/6

অ্যাকশন

অ্যাকশনে ভরপুর এই ছবির অ্যাকশন সিকোয়েন্স মনে রাখার মতো। রাশিয়া ও দুবাইয়ের প্রেক্ষাপটে সেই অ্যাকশন দৃশ্য ও লং চেজিং শো পুনরায় দেখা যেতেই পারে ওটিটিতে।  

3/6

জন-দীপিকা

শাহরুখ ছাড়াও এই ছবিতে নজরকাড়া ছিলেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। বিকিনি পরিহিতা দীপিকার থেকে চোখ ফেরানো ছিল দায়। অন্যদিকে ধুমের স্মৃতি উসকে দেন জন আব্রাহাম।  

4/6

বাদ পড়া দৃশ্য

বড়পর্দায় বাদ পড়া দৃশ্য থাকবে ওটিটিতে। পাঠান আসলে কে? এই কথা জানা যাবে ওটিটিতে। পাঠানের পরিচয়ের সঙ্গে জড়িয়ে তাঁর ধর্ম। সেই সব কথা থাকছে ওটিটিতে।  

5/6

শাহরুখ

সর্বোপরি শাহরুখ খান। পাঠান ছবিতে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন কিং খান। তা অবিশ্বাস্য। চার বছর পরে যে চমক নিয়ে ফিরেছেন তিনি, সেই কারণেই ফের ওটিটিতে দেখা যেতে পারে এই ছবি।  

6/6

কবে, কোথায় দেখা যাবে?

২২ মার্চ আমাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘পাঠান’।