Parker Solar Probe: সূর্যের হাঁ-য়ের দিকে ভয়ংকর গতিতে ছুটছে বিশ্বের সর্বোচ্চ গতির যান! কেন?

NASA Parker Solar Probe: ভারতের আদিত্য-এল ১ মিশন যেমন বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করেছে, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য মিশনও সারা পৃথিবীর মহাকাশবিজ্ঞানীকে আকর্ষণ করেছে।

| Oct 16, 2023, 16:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সূর্য নিয়ে পৃথিবীজুড়ে আগ্রহ দিন দিন বাড়ছে। ভারতের আদিত্য-এল ১ মিশন যেমন বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করেছে, তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য মিশনও সারা পৃথিবীর মহাকাশবিজ্ঞানীকে আকর্ষণ করেছে। নাসার 'পার্কার সোলার প্রোব' খুবই সাড়া ফেলে দিয়েছে।

1/7

২০১৮

২০১৮ সালে নাসা এই 'পার্কার সোলার প্রোব'কে পাঠায় মহাকাশে।  

2/7

ভয়ংকর

এর গতিবেগ ছিল ঘণ্টায় ৫ লাখ ৮৬ হাজার ৮৬৩ কিলোমিটার! 

3/7

১ ঘণ্টার মধ্যে ১৫ বার

এই গতিতে মাত্র ১ ঘণ্টার মধ্যে ১৫ বার পৃথিবীকে প্রদক্ষিণ করা সম্ভব। আর মাত্র ৩০ সেকেন্ডে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা।

4/7

২০২৫

ক্রমশ এর গতিবেগ বাড়ছে। সূর্যের পথে ধীরে ধীরে গতিবেগ বাড়াচ্ছে এটি। ২০২৫ সালে এর গতি সর্বোচ্চ পৌঁছবে।

5/7

দ্রুত বাড়ছে

এখন এর গতিবেগ ঘণ্টায় ৬ লাখ ৩৫ হাজার ২৬৬ কিলোমিটার। 

6/7

পাঁচ বছরে

গত পাঁচ বছরে সূর্যের কক্ষপথের অনেকটা কাছাকাছি পৌঁছেছে এটি। 

7/7

সৌর ঝড়

সূর্যের প্লাজমা তরঙ্গ সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে এটি। সূর্যের বাইরের অংশের তাপমাত্রাও পরিমাপ করেছে এটি। এ ছাড়াও সৌর বায়ু, সৌর ঝড় ও সূর্যের অভিকর্ষ শক্তি সম্পর্কেও তথ্য পাঠিয়েছে।