Metro: বড় খবর, রাজ্যে খুব শিগগিরই আরও একটি মেট্রো! কোথা থেকে কোথায় রুট?

Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়ে গিয়েছে। দেশের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো।

| May 11, 2024, 15:07 PM IST
1/5

আরও একটি মেট্রো রুট?

Howrah Maidan to Santragachi Metro

দেবব্রত ঘোষ: রাজ্যবাসীর জন্য দারুণ খবর! খুব শিগগিরই রাজ্যের মেট্রো পরিষেবায় যুক্ত হতে পারে আরও একটি নতুন রুট!

2/5

আরও একটি মেট্রো রুট?

Howrah Maidan to Santragachi Metro

হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত হতে পারে নয়া এই মেট্রো রুট। যার আভাস দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। 

3/5

আরও একটি মেট্রো রুট?

Howrah Maidan to Santragachi Metro

এদিন চায়ে পে চর্চার অনুষ্ঠানে রথীন চক্রবর্তী জানান, "হাওড়া ময়দান-কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।" 

4/5

আরও একটি মেট্রো রুট?

Howrah Maidan to Santragachi Metro

আরও বলেন, "ইতিমধ্যেই মেট্রো সম্প্রসারণ করে হাওড়ার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী। আগামী দিনে যা ফলপ্রসূ হবে।"  

5/5

আরও একটি মেট্রো রুট?

Howrah Maidan to Santragachi Metro

আগামিকাল হাওড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানান রথীন চক্রবর্তী।