Bonny-Koushani: কৌশানীর সঙ্গে বনির অন্তরঙ্গ ছবি, ‘লিডিং হিরো’ বলে কটাক্ষ নেটপাড়ার...

Bonny Sengupta: কটাক্ষ যেন পিছু ছাড়ছে না বনি সেনগুপ্তর। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই নেটপাড়ায় গঞ্জনা শুনতে হচ্ছে নায়ককে। এমনকী তাঁর এক মন্তব্য নিয়ে এখনও শোরগোল বেঁধেই রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Apr 17, 2023, 18:23 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  পয়লা বৈশাখের দিন একসঙ্গে লাইভে এসেছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।  

2/6

শুধু লাইভে আসাই নয়, এই দিন একসঙ্গেই উদযাপন করেছেন তাঁরা।  

3/6

সাবেকি লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন কৌশানী।  

4/6

পরিবারের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপনের ছবি পোস্ট করেছেন বনি।  

5/6

কৌশানীর সঙ্গে খুনসুটির দুটি ছবিও পোস্ট করেন অভিনেতা।  

6/6

সেই ছবির নীচেই ‘লিডিং হিরো’ বলে কটাক্ষ করতে শুরু করে নেটিজেনরা। কেউ আবার লেখেন ‘ইডি কি বলছে?’