ভারতের সবচেয়ে পরিষ্কার শহর মহীশূর, শেষের সারিতে মোদীর বারাণসি

ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের নাম হল কর্নাটকের মহীশূর। দেশজুড়ে চলা স্বচ্ছ ভারত মিশনের ওপর ভিত্তি করে দেশের ৭৩টি পরিষ্কার শহরের নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। শহর কতটা পরিষ্কার, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি শর্ত মেনে চলে তার ওপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।  প্রথম দশে রাজ্যের কোনও শহরের নাম নেই। তালিকায় ৭৩টি শহরের মধ্যে ৬৫ নম্বরে জায়গা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসি।

Updated By: Feb 15, 2016, 05:04 PM IST
ভারতের সবচেয়ে পরিষ্কার শহর মহীশূর, শেষের সারিতে মোদীর বারাণসি

ওয়েব ডেস্ক: ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের নাম হল কর্নাটকের মহীশূর। স্বচ্ছতা সর্বেক্ষণ' নামের এই সমীক্ষায় ৭৩ টি শহরকে নিয়ে সার্ভে চালানো হয়েছিল। দেশজুড়ে চলা স্বচ্ছ ভারত মিশনের ওপর ভিত্তি করে দেশের ৭৩টি পরিষ্কার শহরের নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। শহর কতটা পরিষ্কার, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি শর্ত মেনে চলে তার ওপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।  তালিকায় ৭৩টি শহরের মধ্যে ৬৫ নম্বরে জায়গা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসি। যে শহরকে উন্নয়নের জন্য ২০১৪ থেকে মোট ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

Swachh Sarvekshan এর বিচারে দেশের সবচেয়ে পরিষ্কার দশ শহর

১) মহীশূর (কর্নাটক)
২) চণ্ডীগড় (পঞ্জাব/হরিয়ানা)
৩) তিরুচিরাপল্লি (তামিলনাড়ু)
৪) নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (দিল্লি)

৪) বিশাখাপত্তনাম  (অন্ধপ্রদেশ)
৫) সুরাট (গুজরাট)
৬) রাজকোট (গুজরাট)

৮) গ্যাংটক
৯) পিম্পরি-ছিনচিওয়াড় (মহারাষ্ট্র) (
Pimpri-Chinchwad)
১০) গ্রেটার মুম্বই (মহারাষ্ট্র)

.