পুরোপুরি নিরাপদ ম্যাগি পাস্তা : নেসলে

প্রথমে নেসলের ম্যাগিতে পাওয়া গিয়েছিল সীসা। তার দীর্ঘ জল্পনার পর নতুনভাবে নতুন রূপে বাজারে আসে ম্যাগি। কিন্তু এরপরেই গতকাল নেসলের ওপরে আনা হয়ছে আবারও একটি অভিযোগ। একটি গবেষণার পর জানা গেছে ম্যাগির পাস্তাতেও রয়েছে সীসা। স্বাভাবিকের তুলনায় অনুপাতে অনেকটা বেশি পরিমানে রয়েছে সীসা। কিন্তু নেসলের তরফ জানানো হয়েছে, ম্যাগি পাস্তা একদম নিরাপদ। পাস্তা তৈরির সময় প্রতিটি পদক্ষেপে পরীক্ষা করা হয়। মিডিয়াতে এই রিপোর্ট বের হওয়ার পর থেকেই শুরু করা হয়েছে তদন্ত।'

Updated By: Nov 28, 2015, 02:06 PM IST
পুরোপুরি নিরাপদ ম্যাগি পাস্তা : নেসলে

ওয়েব ডেস্ক: প্রথমে নেসলের ম্যাগিতে পাওয়া গিয়েছিল সীসা। তার দীর্ঘ জল্পনার পর নতুনভাবে নতুন রূপে বাজারে আসে ম্যাগি। কিন্তু এরপরেই গতকাল নেসলের ওপরে আনা হয়ছে আবারও একটি অভিযোগ। একটি গবেষণার পর জানা গেছে ম্যাগির পাস্তাতেও রয়েছে সীসা। স্বাভাবিকের তুলনায় অনুপাতে অনেকটা বেশি পরিমানে রয়েছে সীসা। কিন্তু নেসলের তরফ জানানো হয়েছে, ম্যাগি পাস্তা একদম নিরাপদ। পাস্তা তৈরির সময় প্রতিটি পদক্ষেপে পরীক্ষা করা হয়। মিডিয়াতে এই রিপোর্ট বের হওয়ার পর থেকেই শুরু করা হয়েছে তদন্ত।'

কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়েছে, ফুউড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথোরিটী অফ ইন্ডিয়ার কাছ থেকে এখনও কোনও নোটিশ পাঠানো হয় নি বলে জানিয়েছে নেসলে। পাস্তাতে সীসা পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছিল মিডিয়া তার জন্য খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করবে নেসলে। কিন্তু তাদের প্রত্যেকটি পণ্যই যে একেবারে নিরাপদ সেই কথাই বারবার বলেছে কোম্পানি কর্তৃপক্ষ।

 

.