বাজারে আবারও দাপিয়ে বেরানোর জন্য তৈরি হচ্ছে ম্যাগি

'ম্যাগি ইস ব্যাক।' বাজারে নিজেদের দাপট প্রমাণ করতে কোমর বেঁধে নামছে ম্যাগি। ম্যাগির বিক্রি বাড়ানোর জন্য আরও ৪টি উৎপাদন কেন্দ্র বাড়াতে চলেছে নেসলে। ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ৯ নভেম্বর বাজারে আসে ম্যাগি। যেটি হিমাচল প্রদেশের তাহলিওয়াল প্ল্যান্ট থেকে বের করা হয়েছিল। কিন্তু এরপরে নেসলের তরফ থেকে জানানো হয়েছে ৫ মাস বন্ধ থাকার পরে শুধুমাত্র হিমাচল প্রদেশের ওই প্ল্যান্টেই তৈরি করা হত ম্যাগি। কিন্তু এবার ম্যাগি সম্পূর্ণ নিরাপদ এবং বাজারে এর চাহিদা অনুযায়ী কর্ণাটকের নানজানগুড, পাঞ্জাবের মোগা, গোয়ার বিচোলিমের প্ল্যান্ট থেকেও এবার থেকে ম্যাগি তৈরি করার কথা বলা হয়েছে। গত সপ্তাহেই ম্যাগির চতুর্থ প্ল্যান্ট উত্তরাখন্ডের পাটনগর থেকে তৈরি হয়েছে ম্যাগি।

Updated By: Nov 30, 2015, 01:55 PM IST
বাজারে আবারও দাপিয়ে বেরানোর জন্য তৈরি হচ্ছে ম্যাগি

ওয়েব ডেস: 'ম্যাগি ইস ব্যাক।' বাজারে নিজেদের দাপট প্রমাণ করতে কোমর বেঁধে নামছে ম্যাগি। ম্যাগির বিক্রি বাড়ানোর জন্য আরও ৪টি উৎপাদন কেন্দ্র বাড়াতে চলেছে নেসলে। ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ৯ নভেম্বর বাজারে আসে ম্যাগি। যেটি হিমাচল প্রদেশের তাহলিওয়াল প্ল্যান্ট থেকে বের করা হয়েছিল। কিন্তু এরপরে নেসলের তরফ থেকে জানানো হয়েছে ৫ মাস বন্ধ থাকার পরে শুধুমাত্র হিমাচল প্রদেশের ওই প্ল্যান্টেই তৈরি করা হত ম্যাগি। কিন্তু এবার ম্যাগি সম্পূর্ণ নিরাপদ এবং বাজারে এর চাহিদা অনুযায়ী কর্ণাটকের নানজানগুড, পাঞ্জাবের মোগা, গোয়ার বিচোলিমের প্ল্যান্ট থেকেও এবার থেকে ম্যাগি তৈরি করার কথা বলা হয়েছে। গত সপ্তাহেই ম্যাগির চতুর্থ প্ল্যান্ট উত্তরাখন্ডের পাটনগর থেকে তৈরি হয়েছে ম্যাগি।

প্রসঙ্গত, জুন মাসে এফএসএসএআই নেসলের ম্যাগিতে সিসার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকার জন্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জারি করে। এরপর প্রায় ৪৫০ কোটি টাকার জিনিষ বাজার থেকে তুলে নিতে হয় নেসলেকে। তারপর সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর নিরাপদ জেনেই আবারও বাজার তৈরি করার দিকে ঝুঁকেছে নেসলে।

.