Propose Day 2023 Astrology: জ্যোতিষ অনুযায়ী 'প্রোপোজ ডে'তে কোন রাশির সঙ্গীকে কী রঙের উপহার দিতে হয় জেনে নিন...

Propose Day 2023 Astrology: আপনি হয়তো ভেবে উঠতে পারছেন না, ঠিক কী করলে একেবারে মনের মতো করে মনের মানুষটিকে প্রোপোজ করবেন! তবে এসবের আগে একবার আপনার সঙ্গীর রাশির বিষয়টা মাথায় রাখুন। সেটা মাথায় রেখে সেই রকম উপহার বা চমকের কথা ভাবুন। তাা হলে আপনার 'প্রোপোজ ডে' একেবারে স্বয়ংসম্পূর্ণ ও ফলপ্রসূ হয়ে উঠবে।

Updated By: Feb 8, 2023, 07:33 PM IST
Propose Day 2023 Astrology: জ্যোতিষ অনুযায়ী 'প্রোপোজ ডে'তে কোন রাশির সঙ্গীকে কী রঙের উপহার দিতে হয় জেনে নিন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঙের কথা আর রাশির কথাটাই আজ সন্ধেয় সব চেয়ে বেশি মনে রাখুন। কেন? আসলে ভালো লেগে গিয়েছে সেই মানুষটিকে, কিন্তু বলব-বলব করে বলা হয়ে ওঠেনি! আর তাই ঠিক করে রেখেছিলেন ভ্যালেন্টাইনস উইক এলে ব্যাপারটা সেরে ফেলবেন? প্রোপোজ ডে-তে করে ফেলবেন অফিশিয়াল প্রোপোজ? কিন্তু চাইলেই কী আর হচ্ছে! কেননা, তখনও তো নানা রকম যদি-কিন্তু ঘিরে থাকবে আপনার মনকে। আপনি হয়তো ভেবে উঠতে পারবেন না, ঠিক কী করলে একেবারে মনের মতো করে মনের মানুষটিকে প্রোপোজ করা যায়! তবে এসবের আগে একবার আপনার সঙ্গীর রাশির বিষয়টা মাথায় রাখুন। আর সেটা মাথায় রেখে সেই রকম উপহার বা চমকের কথা ভাবুন। তা হলে আপনার 'প্রোপোজ ডে' একেবারে স্বয়ংসম্পূর্ণ ও ফলপ্রসূ হয়ে উঠবে।

আরও পড়ুন: Propose Day 2023: 'প্রোপোজ ডে'তে কী ভাবে মনের কথা সহজে বলবেন? কী করলে ব্যাপারটি একটু বেশি রোম্যান্টিক হয়ে ওঠে?

আপনার সঙ্গীর রাশি অনুযায়ী তাকে কী উপহার বা কী রঙের উপহার দেবেন, নীচের তালিকা দেখে সেটা ঠিক করে নিন:  

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মেষ হয়, তবে তাঁকে আজ অবশ্যই লাল গোলাপ দিন। অথবা লাল রঙের কোনও উপহার দিন। 

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি বৃষ হয়, তবে তাঁকে সাদা রঙের কোনও শো-পিস দিতে পারেন। 

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মিথুন হয়, তবে আজ এই প্রোপোজ ডে-তে তাঁকে অবশ্যই হলুদ বা কমলা রঙের কোনও উপহার দিন। ম্যাজিকের মতো কাজ হবে। 

আরও পড়ুন: Happy Rose Day 2023: 'রোজ ডে'তে গোলাপ তো দেবেন, কিন্তু জানেন কি কাকে কোন রঙের গোলাপ দিতে হয়?

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কর্কট হয়, তবে তাঁকে এই প্রোপোজ ডে-তে কোনও রোম্যান্টিক ডেস্টিনেশনে নিয়ে যান।

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি সিংহ হয়, তবে তাঁকে আজ মাসাজ কিংবা স্পা ভাউচার দিন। 

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কন্যা হয়, তবে তাঁকে অবশ্যই সবুজ রঙের কোনও উপহার দিন।

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি তুলা হয়, তবে তাঁকে নীল রঙের কোনও পোশাক বা নীল রঙা কোনও গিফট দিতে পারেন।

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি বৃশ্চিক হয়, তবে তাঁকে আপনি লাল গোলাপ দিতে পারেন, সঙ্গে রাখুন আর কোন উপহার। 

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি ধনু হয়, তবে তাঁকে হয় ক্রিম রঙের কোনও উপহর দিন অথবা তাঁকে একটা মুভি নাইট উপহার দিন।

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মকর হয়, তবে তাঁকে নিয়ে কোনও শর্ট আউটিংয়ের প্ল্যান করে ফেলুন, অথবা, প্রকৃতির মধ্যে হেঁটে বেড়ান কিছুক্ষণ। 

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি কুম্ভ হয়, তবে তাঁকে কোনও গ্যাজেট উপহার দিতে পারেন, না হলে কোনও ডিনারে নিয়ে যেতে পারেন।

যাকে প্রোপোজ করবেন তাঁর রাশি যদি মীন হয়, তবে তাঁকে লং ড্রাইভে নিয়ে চলুন। 

গতকাল ছিল রোজ ডে, আজ প্রোপোজ ডে। আজ অনেক কিছু করতে পারেন। আজ আপনার সেই ঈপ্সিত সঙ্গীকে ডিনারে ডাকুন। কিছু উপহারও দিন। আর সেই উপহারের মধ্যেই লুকিয়ে রাখুন একটা অঙ্গুরীয়। ব্যস! হয়ে গেল। তিনি যখন পরে গিফট প্যাকটি খুলবেন, তখন তাঁর জানা হয়ে যাবে আপনার মনের কথা! যদি এমনটা সম্ভব হয় আপনার ঈপ্সিত মানুষটির কাছে উপহারের ইংগিত পৌঁছে দিতে পারবেন বাচ্চাদের মারফত, তা হলে সেটা করতে পারেন।  সেক্ষেত্রে উল্টোদিকের মানুষটি তত রিয়্যাক্ট করতে পারবেন না। হয়তো তিনি তাঁর মনের ভাব মনেই চেপে রাখবেন। পরে বলবেন আপনাকে। যদি আপনার পেট রাখার অভ্যেস থাকে, তাহলেও এর সুযোগ নিতে পারেন। ওর গলায় ঝুলিয়ে দিতে পারেন, 'উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?' বা 'উইল ইউ ম্যারি মি?' জাতীয় কার্ড। ব্যস! কিছু না বলেও অনেক কথা বলা হয়ে গেল। আপনার ঈপ্সিত মানুষটিকে কি কোনও ভাবে বাড়িতে আমন্ত্রণ জানানো যায়? যদি যায়, তবে এজন্যে অবশ্যই খুব সুন্দর করে আপনার পার্সেনাল ঘরটি সাজান। তিনি হয়তো আপনার পরিবারের লোকজনের সঙ্গেও মিট করবেন। ভালোই, করুন সেটা। তবে, ফাইনালি আপনি যখন তাঁকে আপনার রুমে আনবেন, তখন সেখানে প্রথমেই একটা ম্যাজিক করতে পারেন। সেই ছোটবেলায় কর্মশিক্ষায় বা প্রোজেক্টে ব্যবহার করা গ্লোয়িং স্টার দিয়ে দেওয়ালে ওই 'উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?' বা 'উইল ইউ ম্যারি মি?' লিখে রেখে দিতে পারেন! এবার ঘরে ঢুকে আগে হালকা একটা আলো জ্বালুন। যাতে ওই লেখাগুলো চোখে পড়ে। কয়েক মুহূর্ত, তারপরই বড় আলো জ্বালান আর তাঁকে সোফায় বা চেয়ারে বসতে অনুরোধ করুন। ব্যস! ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো তিনি একটু লজ্জা পেয়েছেন, একটু সংকোচ করছেন, কিন্তু সেই পরিস্থিতির জেসচারটিই আপনাকে যা বলার বলে দেবে! অথবা, এই একই ব্যাপার ঘটবে একই পরিবেশে একই পরিস্থিতিতে শুধু লেখার বদলে ছবি থাকবে। দেওয়ালে ওই গ্লোয়িং স্টার দিয়ে 'উড ইউ বি মাই গার্ল/বয়ফ্রেন্ড?' বা 'উইল ইউ ম্যারি মি?' লেখার বদলে আপনার সঙ্গীর সঙ্গে আপনার তোলা কোনও ছবি বড় করে প্রিন্ট করিয়ে লাইট মাউন্টিংয়ে দেওয়ালে টাঙিয়ে দিন। একসঙ্গে ছবি না থাকলে, ওঁর সিঙ্গল ছবি থাকলে, তা দিয়েও করতে পারেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.