রাস্তায় গলা ভেজাতে এবার ওয়াটার ATM

পুজোর আগেই কলকাতা শহরে বসছে চল্লিশটি ওয়াটার ATM। দমদমের দুটি জায়গা, নাখোদা মসজিদ, ভারতীয় যাদুঘর, ভিক্টোরিয়া সহ মোট চল্লিশটি জায়গায় বসবে এই ওয়াটার ATM। এই ওয়াটার ATM-গুলি থেকে দু টাকা দিলেই এক লিটার পরিশুদ্ধ ঠাণ্ডা পানীয় জল পেয়ে যাবেন পথ চলতি মানুষ।

Updated By: Jul 1, 2016, 02:16 PM IST
রাস্তায় গলা ভেজাতে এবার ওয়াটার ATM

ওয়েব ডেস্ক : পুজোর আগেই কলকাতা শহরে বসছে চল্লিশটি ওয়াটার ATM। দমদমের দুটি জায়গা, নাখোদা মসজিদ, ভারতীয় যাদুঘর, ভিক্টোরিয়া সহ মোট চল্লিশটি জায়গায় বসবে এই ওয়াটার ATM। এই ওয়াটার ATM-গুলি থেকে দু টাকা দিলেই এক লিটার পরিশুদ্ধ ঠাণ্ডা পানীয় জল পেয়ে যাবেন পথ চলতি মানুষ।

বাজারে মিনারেল ওয়াটার যেখানে বাইশ টাকায় পাওয়া যায়, সেখানে সস্তায় পরিশুদ্ধ পানীয় জল দিতে উদ্যোগী রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতর। ওয়াটার ATM-এর প্রকল্পে ইতিমধ্যেই সিলমোহর পড়েছে। আগামী তিন মাসের মধ্যেই চালু হয়ে যাবে ওয়াটার ATM-গুলি। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে।

.