Madan Mitra On Abhishek Banerjee: 'অভিষেক সুন্দর ফুটফুটে বাচ্চা, বাকিরা মোটা-সোটা', মদনের মন্তব্যে ফের বিতর্ক

কাদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক? 

Updated By: Feb 10, 2022, 06:53 PM IST
Madan Mitra On Abhishek Banerjee: 'অভিষেক সুন্দর ফুটফুটে বাচ্চা, বাকিরা মোটা-সোটা', মদনের মন্তব্যে ফের বিতর্ক

নিজস্ব প্রতিবেদন: "মমতা বন্দ্যোপাধ্য়ায়র (Mamata Banerjee) পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ছাড়া আর কোনও মুখ নেই। বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।" ফের মদন মিত্রর (Madan Mitra) মন্তব্য ঘিরে বিতর্ক। উক্ত বিশেষণগুলোর দ্বারা কাদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক? জোর জল্পনা রাজনৈতিক মহলে। 

বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তৃণমূল (TMC) শ্রমিক সংগঠনের উদ্যোগে এক কর্মসূচিতে যোগ দেন মদন মিত্র (Madan Mitra)। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়র (Mamata Banerjee) পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) কি তৃণমূলের মুখ? উত্তরে কামারহাটির বিধায়ক বলেন, "আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। আমার কেমন ওকে মিষ্টি মিষ্টি বাচ্চা লাগে। আর কার ভাল লাগে আমি কীভাবে বলব? এই দলে মমতাদির পর অভিষেক ছাড়া আর কারও মুখ আমার ভাল লাগে না। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।" 

এরপর তাঁকে প্রশ্ন করা হয়, "আপনি কি পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়দের ইঙ্গিত করছেন?" উত্তরে মদন মিত্র (Madan Mitra) বলেন, "আমি কারও নাম বলিনি। আমি বলেছি অভিষেককে বেশ দেখতে সুন্দর। ফুটফুটে বাচ্চা। অভিষেককে দেখলে প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) কথা মনে পড়ে যায়। ওর বক্তৃতা। ওর বক্তৃতার কনটেন্ট।" পাশাপাশি তিনি আরও বলেন, "শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে নিয়েও কিছু বলব না। কারণ এরপর এদেরই দেখা যাবে তৃণমূল ভবনে। তখন আমি বেমতলব কেস খাব।" নিজস্ব মেজাজে এদিন মঞ্চে গানও করেন মদন মিত্র  (Madan Mitra)।  

তাঁকে নিশানা করেছেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই। "যে কথাগুলো মদন মিত্র বলেছেন, সবকটা সুস্থ মস্তিকে বলেছেন তো?" কটাক্ষ বিজেপি বিধায়কের।

আরও পড়ুন: Municipal Election 2022: ভোট মাত্র ৩ ওয়ার্ডে! বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল তৃণমূলের

আরও পড়ুন: Bhatpara Fraud: লোন শোধ করুন; হোয়াটসঅ্য়াপে ফোন করে হুমকি, বিপুল টাকা মিটিয়েও আতঙ্কিত ভাটপাড়ার শিক্ষক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.