Plastic Bottle: প্লাস্টিকের বোতলে জল খান? অজান্তেই শরীরে ঢুকছে 'বিষ'....

বাইরে তো থাকলে তো কথাই নেই। বাড়িতেই-বা ক'জন গ্লাসে ঢেলে জল খান? প্লাস্টিকের বোতল ব্যবহার  করা হয় সর্বত্রই। এমনকী, অনুষ্ঠান বাড়িতে গ্লাসের বদলে অতিথিদের জল দেওয়া হয় প্লাস্টিকের ছোট ছোট বোতলে।

Updated By: Jan 9, 2024, 11:21 PM IST
Plastic Bottle: প্লাস্টিকের বোতলে জল খান? অজান্তেই শরীরে ঢুকছে 'বিষ'....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত জল খাওয়া একান্ত জরুরি।  কিন্তু যদি সেই জল-ই যদি প্লাস্টিকের বোতলে থাকে, তাহলে আবার বিপদ! কীভাবে? গবেষণা দেখা গিয়েছে, প্লাস্টিকের বোতলভর্তি জলে মিশে থাকে গুঁড়ো প্লাস্টিকের কণা। জল খাওয়ার সময়ে সেই গুঁড়ো প্লাস্টিক ঢোকে শরীরে।

আরও পড়ুন: Covid 19: করোনার সময়ে এই ওষুধের ব্যবহারে মৃত্যু হয়েছে ১৭০০০ রোগীর, বলছে গবেষণা

বাইরে তো থাকলে তো কথাই নেই। বাড়িতেই-বা ক'জন গ্লাসে ঢেলে জল খান? প্লাস্টিকের বোতল ব্যবহার  করা হয় সর্বত্রই। এমনকী, অনুষ্ঠান বাড়িতে গ্লাসের বদলে অতিথিদের জল দেওয়া হয় প্লাস্টিকের ছোট ছোট বোতলে।

এদিকে প্লাস্টিকের বোতলভর্তি জলে যে গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে, সেকথা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এখন তাঁরা বলছেন,  ১ লিটার প্লাস্টিকের বোতলের জলে (৩৩ আউন্স) কম করেও ২ লাখ ৪০ হাজার সূক্ষ্মাতিসূক্ষ্ম প্লাস্টিকের কণাকে মিশে থাকে। পোশাকি নাম, ন্যানোপ্লাস্টিক। যা খালি চোখে দেখা যায় না। কিন্তু জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তে মিশে যায়!

যে কোনও রকমের প্লাস্টিকের ভগ্নাংশ, যা লম্বায় ৫ মিলিমিটারের চেয়ে ছোট, তাকেই বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এর আগে মানুষের কোষে, গবেষণাগারের জীবজন্তুদের মধ্যে, এবং সামুদ্রিক প্রাণীদের শরীরে মাইক্রোপ্লাস্টিক এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এই  ন্যানোপ্লাস্টিক,  মাইক্রোপ্লাস্টিক চেয়ে বেশি ক্ষতিকর। তেমনটাই বলছেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন:  Indian Woman with Highest Teeth sets Guinness Record: মুখে দাঁতের বাজার বসিয়ে গিনেস বুকে নাম তুললেন ভারতের কল্পনা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.