ইদ-উল-জোহায় মন্নত থেকে ভক্তদের শুভেচ্ছা শাহরুখ ও আব্রামের

Updated By: Sep 3, 2017, 10:53 AM IST
ইদ-উল-জোহায় মন্নত থেকে ভক্তদের শুভেচ্ছা শাহরুখ ও আব্রামের

ওয়েব ডেস্ক: প্রত্যেক ইদেই শাহরুখের মন্নতের সামনে উপচে পড়ে ভক্তদের ভিড়। উদ্দেশ্য একটাই, তাঁদের প্রিয় অভিনেতাকে একটি বার দেখা, আর ইদের শুভেচ্ছা জানানো। আর, বলিউড বাদশাও ভক্তদের কাছ থেকে ইদের শুভেচ্ছা গ্রহণ করতে এবং জানাতে এসে দাঁড়ান মন্নতের টেরেসে, সবার উদ্দেশ্যে হাত নাড়েন। এ রীতি বরাবরের। শনিবার ইদ-উল-জোহাতেও তার অন্যথা হল না।

তবে আজকাল শুধু শাহরুখই নন, ইদের দিন মন্নতের টেরেসে শাহরুখের সঙ্গে সাঙ্গ হন তাঁর প্রিয় পুত্র আব্রামও। এবারও তেমনটাই হল। বাবার দেখাদেখি সেও ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ল। এদিন শাহরুখের পরনে ছিলে সাদা শার্ট, আর ছোট্ট বাদশা আব্রামের পরনে ছিল নেভি ব্লু টি-শার্ট।

দেখুন সেই ছবি... 

আরও পড়ুন- ফাতেমা সানা শেখের সঙ্গেই ইদে সেলিব্রেট করলেন আমির

.