Milly Alcock: ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর রেনিরা এবার ডিসি-র ‘সুপারগার্ল’…

Milly Alcock as Supergirl: ডিসি ইউনিভার্সের নতুন ছবি ‘সুপারগার্ল: ওম্যান অফ টুমরো’। সেই ছবিতেই সুপারগার্লের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিলি অ্যালকক।

Updated By: Jan 31, 2024, 03:51 PM IST
Milly Alcock: ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর রেনিরা এবার ডিসি-র ‘সুপারগার্ল’…

 

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত হলিউড তারকা মিলি অ্যালকক, আমরা সকলেই তাঁকে চিনি ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এর রেনিরা নামেই। তবে এবার নতুন চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে। জানতে পারা যাচ্ছে ডিসি ইউনিভর্সে পা রাখতে চলেছেন তিনি।

আরও পড়ুন: Tahsan: কনসার্টের মাঝেই তাহসানকে জাপটে ধরলেন অনুরাগী! তারপর...

ডিসি ইউনিভার্সের নতুন ছবি ‘সুপারগার্ল: ওম্যান অফ টুমরো’। সেই ছবিতেই সুপারগার্লের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিলি। এই ছবিতে সুপারম্যানের ভূমিকায় দেখতে পাওয়া যাবে ডেভিড কোরেন্সওয়েটকে।

এই ছবিতে সুপারম্যানের বোন থাকবে কারা জোর-এল, যে সুপার গার্ল হিসেবে পরিচিত। সেই চরিত্রেই দেখতে পাওয়া যাবে মিলিকে। যদিও এখনও ছবির শ্যুটিং শুরু হয়নি বলেই জানতে পারা যাচ্ছ।

অস্ট্রেলিয়ার ছোট পর্দা থেকেই নিজের কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে এইচবিও থেকে ‘গেম অফ থ্রোনস’-এর প্রিক্যুয়েল সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’-এ অভিনয়ের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান।

আরও পড়ুন: Ranji Trophy: ৪ ম্যাচে ৫ সেঞ্চুরি! ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি...

ডিসি-র এই নতুন ছবিতে মিলি ছাড়াও লোইস লেনের চরিত্রে রাচেল ব্রসনাহান, লেক্স লুথর চরিত্রে নিকোলাস হোল্ট, ইভ টেশমাচারের চরিত্রে সারা সাম্পাইও, গ্রিন ল্যান্টার্ন চরিত্রে নাথান ফিলিয়ন, হকগার্ল চরিত্রে ইসাবেলা মার্সেড, মিস্টার টেরিফিক চরিত্রে এডি গ্যাথেগি, ইঞ্জিনিয়ার হিসেবে মারিয়া গ্যাব্রিয়েলা ডি ফারিয়া এবং আরও অনেকে অভিনয় করছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.