কিছু বুঝে ওঠার আগেই শরীর নিয়ে টানাহেঁচড়া, দাবি জনপ্রিয় অভিনেত্রীর

খুব ছোট বয়সেই যৌন নিগ্রহের শিকার হন তিনি 

Updated By: Oct 31, 2018, 06:42 PM IST
কিছু বুঝে ওঠার আগেই শরীর নিয়ে টানাহেঁচড়া, দাবি জনপ্রিয় অভিনেত্রীর

নিজস্ব প্রতিবেদন : কখনও যৌন হেনস্থার অভিযোগে সিনেমার পরিচালনা থেকে সরে যেতে হচ্ছে সাজিদ খান-কে, আবার কখনও জনপ্রিয় রিয়েলিটি শো থেকে সরে দাঁড়াতে হচ্ছে অনু মালিককে। সবকিছু মিলিয়ে 'মি টু' ঝড়ে কার্যত বিধ্বস্ত বলিউডের একাংশ। নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে যখন তিতিবিরক্ত হয়ে বেশ কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন 'আশিক বানায়া' অভিনেত্রী তনুশ্রী দত্ত, সেই সময় যৌন হেনস্থা নিয়ে সরব হলেন আরও এক অভিনেত্রী। যৌন হেনস্থা এবং শারীরিক নিগ্রহ নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী পার্বতী। 

আরও পড়ুন  : নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, এ কী করলেন তনুশ্রী দত্ত?
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে পার্বতী বলেন, খুব ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৩ অথবা ৪। আর ওই বয়সেই শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল তাঁকে। কিন্তু, তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছেন, সেটা বুঝতেই তাঁর প্রায় ১৭ বছর সময় লেগেছিল। শুধু তাই নয়, হেনস্থা নিয়ে মুখ খুলতে লাগে আরও ১২ বছর। অর্থাত অত ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ায়, প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি বলেও জানান 'করিব করিব' অভিনেত্রী পার্বতী। তবে 'মি টু' নিয়ে সরব হওয়ার সময় নারী, পুরুষের বিভাজন সবার আগে সরিয়ে রেখে, তবেই কথা বলা উচিত বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : রণবীর-দীপিকার ২ দিনের বিয়ের অনুষ্ঠান, রিসেপশনও দু'বার, খাবারের তালিকায় কী থাকছে দেখুন
এদিকে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর এবার সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছুদিনের সরে গিয়েছেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়া থেকে শুধু দূরে সরে থাকায় নয়, এই মুহূর্তে নিজের মোবাইল ফোনও বন্ধ করে রেখেছেন তনুশ্রী। বেশ কিছুদিন জনসংযোগ থেকে দূরে সরে থেকে আবার তিনি প্রকাশ্যে আসবেন বলেও জানা যাচ্ছে।
এদিকে তনুশ্রী দত্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন টেলিভিশনের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত। তিনি বলেন, তনুশ্রী দত্তের যে ক্ষমতা, তাতে তাঁর বিরুদ্ধে ২৫ পয়সার মানহানির মামলা দায়ের করেছেন তিনি। তবে তনুশ্রী তাঁর সম্পর্কে যে ধরনের 'কুরুচিকর' কথা বলেছেন, তাতে ৫০ কোটির মানহানির মামলা দায়েরের ইচ্ছে ছিল তাঁর। কিন্তু, তনুশ্রীর বাবা-মা এসব বিষয়ে কিছু জানেন না বোঝেনও না। তাই তাঁদের দিকে তাঁকিয়ে বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে ২৫ পয়সার মানহানির মামলা দায়ের করেছেন বলে দাবি করেন রাখি সাওয়ান্ত।

.