গত দু'দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়

মেরুজ্যোতি

গত ২০ বছরেরও বেশি সময়ে-পর্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সৌরঝড়ের আঘাত নিয়ে সকলেই খুব উত্তেজিত। আগ্রহী মেরুজ্যোতি দেখতে পাওয়া নিয়েও।

মহাজাগতিক

গতকাল, শুক্রবার গত দু'দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হেনেছে পৃথিবীতে।

বর্ণিল আলো

এতে তাসমানিয়া থেকে শুরু করে ব্রিটেনের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস দেখা গেল।

নানা বিঘ্ন

সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে এ সৌরঝড়। এর জেরে নানা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

চৌম্বকক্ষেত্রের পরিবর্তন

এই সৌরঝড়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তন ঘটে। তার জেরে স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা।

উত্তুরে আলো

এই সৌরঝড়ের প্রভাবে উত্তর ইউরোপ ও অস্ট্রেলেশিয়ায় দেখা যাওয়া অরোরা বা নর্দার্ন লাইটের মনোমুগ্ধকর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকেই।

সৌর-আলোক

সৌর-আলোক সাধারণত আলোর গতিতে ছুটে চলে এবং প্রায় ৮ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছয়। তবে এর ভ্রমণগতি অনেকটাই কম।

'জিওম্যাগনেটিক স্টর্ম'

একটা শক্তিশালী 'জিওম্যাগনেটিক স্টর্ম' ক্রমশ এগিয়ে আসছে পৃথিবীর দিকে। আর তার জেরেই ঘটছে এসব।

VIEW ALL

Read Next Story