কুম্ভ

কাজের সুযোগ বাড়বে। মানসিক সমস্যা থেকে মুক্তি।

বৃশ্চিক

সম্পত্তিক্রয়ের জন্য সময়টি খুব ভালো।

সিংহ

নতুন ব্যবসার সুযোগ। অবিবাহিতদের বিবাহযোগ।

কর্কট

এঁদের হঠাৎ আর্থিক লাভ। রিয়েল এস্টেট সংক্রান্ত সমস্যা মিটবে।

বৃষ

সময়টা এঁদের পক্ষে দারুণ। দারুণ অগ্রগতি।

মিশ্র-ফল

এইরকম পরিস্থিতিতে, তিনি কিছু রাশিচক্রের চিহ্নের প্রতি সদয় হবেন এবং অন্যদের প্রতি নির্দয়। শনি ৫ রাশির উপরে এসময়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

যৌথযোগ

সম্প্রতি শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছেন। এই সময়ে শনি তৈরি করছেন শশরাজযোগ ও পঞ্চমহাপুরুষ রাজযোগ। এ জাতীয় সংমিশ্রণ ৩০ বছর পরে গঠিত হচ্ছে।

শনি-ভয়

শনিদেবকে নিয়ে তাই সকলের মনের মধ্যেই শনিদেব নিয়ে ভয় থাকেন।

শনির দৃষ্টি

শনিদেব কারও জীবন সুন্দর করে দিতে পারে আবার শনির দৃষ্টি ছারখার করে দিতে পারে কারও জীবন৷

৩০ বছর পরে শনির বর

VIEW ALL

Read Next Story