Sarat Samity: এনসিসি অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওয়ান ডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শরৎ সমিতি...

May 15, 2024, 21:05 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এনসিসি অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওয়ান-ডে টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল কলকাতায়। বুধবার শরৎ সমিতি ৯১ রানে হারিয়েছে আরএমএস ঝাড়গ্রামকে। 

2/6

ফাইনালে ৭৫ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন মিতুল শাহ।

3/6

প্রথমে ব্য়াট করে শরৎ সমিতি ৯ উইকেটে ২০৬ রান তুলেছিল। যদিও একটা সময়ে ৪৫ রানে পাঁচ উইকেট চলে যাওয়ায় দল ধুঁকছিল। 

4/6

কিন্তু এরপর মিতুল শাহ শুভদীপ দাসের দুরন্ত যুগলবন্দিতে শরৎ সমিতি ভদ্রস্থ স্কোর তোলে।

5/6

ঝাড়গ্রাম এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিল। অভিজিত কুমার মাহাতো দারুণ বল করেছেন। তিন উইকেট তুলে নেন তিনি। 

6/6

নির্দিষ্ট ৪৫ ওভারের শেষে ঝাড়গ্রামের টিম ৯ উইকেটে ১১৫ রানই তুলতে সক্ষম হয়।